字幕付き動画ニュース-আজকের খাস দশ ৷ Today Bengali News Headlines। Top Bengali Headlines Today। Khas Khobor।






『আজকের খাস দশ ৷ Today Bengali News Headlines। Top Bengali Headlines Today। Khas Khobor।』は、2023-03-30 17:25:15に、Youtubeで公開された「字幕付き動画ニュース」です。

動画の元ページはこちらをご覧ください。




☆タイトル:আজকের খাস দশ ৷ Today Bengali News Headlines। Top Bengali Headlines Today। Khas Khobor।

☆投稿者:Khas Khobor

☆公開日:2023-03-30 17:25:15

☆視聴時間:2:31



আজকের খাস দশ ৷ Today Bengali News Headlines। Top Bengali Headlines Today। Khas Khobor।

১) ডিএ-র দাবিতে যৌথ মঞ্চের মহাসমাবেশ

ডিএ আন্দোলনকারীদের শহিদ মিনারমুখী মহামিছিল। যানজটে বেশ কিছু সময় অবরুদ্ধ ধর্মতলা চত্ত্বর।সরকারি কর্মচারীদের যৌথ সংগ্রামী মঞ্চের ডাকা মহাসমাবেশের মঞ্চে বাম ও কংগ্রেস নেতৃত্ব। আন্দোলনকারীদের সমর্থন পদ্মশিবিরেরও।

২) সংগ্রামী মঞ্চকে ফের কটাক্ষ মুখ্যমন্ত্রী মমতার

‘চিরকুটে চাকরি! বেতন-পেনশন নিয়ে আরও চাই ?’’ রেড রোডের ধর্না মঞ্চ থেকে ফের ডিএ আন্দোলনকারীদের বিঁধলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বলেন, ১০৬ শতাংশ ডিএ দিয়েছি। তারপরেও চাওয়া থামছে না। কথায় কথায় পেন ডাউন ?

৩) বকেয়া আদায়ে দিল্লি চলোর ডাক মুখ্যমন্ত্রীর

রাজ্যের প্রাপ্য বকেয়া আদায়ে এবার দিল্লিতে গিয়েও আন্দোলনের হুমকি দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। মোদী প্রশাসনকে কাঠগড়ায় তুলে জোর দিয়েছেন বিরোধী ঐক্যে। কেন্দ্রের বিরুদ্ধে আর্থিক বঞ্চনার অভিযোগ ধরনায় মুখ্যমন্ত্রী মমতা।

৪) মমতার পাশে কেউ নেই দাবি দিলীপের

মুখ্যমন্ত্রীর দিল্লি চলো ডাককে কটাক্ষ বিজেপি সহ সভাপতি দিলীপ ঘোষের।
বলেন, আগেও ধরনা দিতে চেয়েছিলেন। যাননি। কারণ ওনার সঙ্গে কেউ নেই।
একা বসতে হবে রাস্তায়। দৌড় এখন কলকাতায় সীমাবদ্ধ। লোকে তৃণমূলকে চিনে গেছে।

৫) অভিষেকের নির্দেশ কার্যকর করতে প্রস্তুতি তৃণমূলে

হাতিয়ার সুরত আদালতের রায়। নরেন্দ্র মোদী ও শুভেন্দু অধিকারীকে পদ থেকে সরাতে আইনি পদক্ষেপের প্রস্তুতি তৃণমূল কংগ্রেসের আইনজীবী সেলের। দলনেত্রীর ধর্না শেষে হলেই অভিষেকের নির্দেশ মতোই পদ খারিজের বিষয়টি নিয়ে পদক্ষেপ।

৬) শুভেন্দুর কটাক্ষকে আদালত চত্ত্বরে ফেরালেন পার্থ

‘আমাকে কেউ শিখিয়ে দেয় না।’’ শুভেন্দু অধিকারীর কটাক্ষকে ফেরাতে মন্তব্য় নিয়োগ দুর্নীতি কাণ্ডে অভিযুক্ত পার্থ চট্টোপাধ্যায়ের। আলিপুর আদালত চত্ত্বরে প্রাক্তন শিক্ষামন্ত্রীকে ঘিরে এদিন চোর নয়, কয়েকজন জিন্দাবাদ স্লোগান তুলেছেন।

৭) ভয় দেখাচ্ছে কেন্দ্রীয় এজেন্সি দাবি কুন্তলের

“জোর করে নেতাদের নাম বলানোর চেষ্টা করছেন কেন্দ্রীয় তদন্তকারী অফিসাররা। বিভিন্নভাবে ভয়ও দেখাচ্ছে।” ব্যাঙ্কশাল আদালত চত্ত্বরে সংবাদমাধ্যমের সামনে দাবি করলেন নিয়োগ দুর্নীতি কাণ্ডে অভিযুক্ত কুন্তল ঘোষ। অভিযুক্তের ২৭ এপ্রিল পর্যন্ত জেল হেফাজত।

৮) উদয়নের পথে পর্দাফাঁসে নামলেন রাজারহাটের তাপস

রাজনৈতিক সিদ্ধান্তেই চাকরি হত বাম আমলে। কোচবিহারের উদয়ন গুহের পর এবার সরব উত্তর ২৪ পরগনার তাপস চট্টোপাধ্যায়। রাজারহাট নিউটাউনের বিধায়কের দাবি, বাম আমলে কারও নম্বর কমিয়ে, অন্যের নম্বর বাড়িয়ে চাকরি দেওয়া হত।

৯) কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম

কলকাতা হাই কোর্টের নতুন ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি হচ্ছেন তামিলনাড়ুর টিএস শিবজ্ঞানম। প্রকাশ শ্রীবাস্তবের শূন্য আসনে দায়িত্বভার তুলে নেবেন শুক্রবার থেকে। মাদ্রাজ হাইকোর্টে দীর্ঘ ১২ বছর বিচারপতি হিসেবে দায়িত্বভার সামলেছেন তিনি।

১০) বর্ণাঢ্য শোভাযাত্রা দেশজুড়ে সাড়ম্বরে রামনবমী উদযাপন

দেশজুড়ে সাড়ম্বরে রাম নবমী উদযাপন। কলকাতা সহ জেলায় জেলায়ও রামসেনানিদের বর্ণাঢ্য শোভাযাত্রা। অস্ত্র হাতে মিছিল ঘিরে বিক্ষিপ্ত গণ্ডগোল। পুলিশ প্রশাসনের কড়া নজরদারি। পঞ্চায়েতের আবহে সামিল রাজনৈতিক নেতারাও।

টিভির আগে ফোনের স্ক্রিনে খবর পেতে চান, দেখতে থাকুন খাস খবর।




シェアする

  • このエントリーをはてなブックマークに追加

フォローする