
『আজকের খাস দশ ৷ Today Bengali News Headlines। Top Bengali Headlines Today। Khas Khobor।』は、2023-04-10 16:51:44に、Youtubeで公開された「字幕付き動画ニュース」です。
(動画の元ページはこちらをご覧ください。)
☆タイトル:আজকের খাস দশ ৷ Today Bengali News Headlines। Top Bengali Headlines Today। Khas Khobor।
☆投稿者:Khas Khobor
☆公開日:2023-04-10 16:51:44
☆視聴時間:2:34
আজকের খাস দশ ৷ Today Bengali News Headlines। Top Bengali Headlines Today। Khas Khobor।
১) রামনবমীর অশান্তি রায়দান স্থগিত ডিভশন বেঞ্চে
রামনবমী ঘিরে রাজ্যে অশান্তির ঘটনায় কি এনআইএ তদন্ত ? বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর করা জনস্বার্থ মামলায় সোমবার রায় ঘোষণা স্থগিত রাখল কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি শিবজ্ঞানমের ডিভিশন বেঞ্চ।
২) দুর্নীতি মামলার তদন্তে আরও ৭ সিবিআই কর্তা
নিয়োগ দুর্নীতির তদন্তে গতি আনতে লোকবল আরও বাড়াল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। ৭ আধিকারিককে কলকাতার নিজাম প্যালেসে তড়ঘড়ি নিয়োগ। তালিকায় রয়েছেন ১ পুলিশ সুপার, ৩ ডিএসপি, ২ ইন্সপেক্টর এবং ১ জন সাব ইন্সপেক্টর।
৩) পুরসভায় চাকরি ৩৫ কোটি তুলেছেন অভিযুক্ত অয়ন
ন্যুনতম ৪ লক্ষ থেকে সর্বোচ্চ ৭-৮ লক্ষ টাকা। পুরসভার চাকরি প্রার্থীদের কাছ থেকে ৩৫ কোটিরও বেশি টাকা তুলেছেন অভিযুক্ত অয়ন শীল। ইডির দাবি বিভিন্ন পুরসভার চাকরি আগাম বিক্রি করেছেন নিয়োগ দুর্নীতি মামলায় অভিযুক্ত শান্তনু ঘনিষ্ঠ ব্যবসায়ী।
৪) ব্যক্তিগত বন্ডে জামিন পেলেন জিতেন্দ্র তিওয়ারি
কম্বল কাণ্ডে পদপিষ্টে মৃত্যু মামলায় শর্তসাপেক্ষে জামিন পেলেন বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি। কারাবাসের ২২ দিন পর কলকাতা হাইকোর্টে মিলেছে জামিন। জামিন মিললেও আপাতত আসানসোলে ফিরতে পারবেন সেখানকার প্রাক্তন মেয়র।
৫) শহিদ মিনার ফিরে পেতে হাইকোর্টে সেনা
শহিদ মিনার চত্ত্বর খালি করতে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ সেনাবাহিনী। সময়সীমা অগ্রাহ্য করে, সংগ্রামী যৌথমঞ্চ ধর্না চালিয়ে যাওয়ায় পদক্ষেপ। অন্যদিকে দিল্লির যন্তরমন্তরে কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতার দাবিতে শুরু হয়েছে ২ দিনের ধর্না কর্মসূচি ।
৬) বীরভূমে শুভেন্দুর জনসভার পাল্টা সভা তৃণমূলের
শুভেন্দু অধিকারীর পাল্টা জনসভা বীরভূমের মুরারইয়ে। জেলা তৃণমূলের কোর কমিটির সদস্যরা মঙ্গলবারই পাল্টা সভায় খণ্ডন করবেন পদ্মনেতার যাবতীয় অভিযোগ। অনুব্রতীহীন জেলায় কোর কমিটি গড়ে দায়িত্ব নিয়েছেন দলনেত্রী মমতা।
৭) আচার্য-রাজ্যপালের সারপ্রাইজ ভিজিটে ছড়িয়েছে জল্পনা
বিরোধের আবহে দিল্লি থেকে ফিরে কলকাতা বিশ্ববিদ্যালয়ে রাজ্যপাল সিভি আনন্দ বোস। উপাচার্য, রেজিস্ট্রার আসার আগেই আচার্যের সারপ্রাইজ ভিজিটে ছড়িয়েছে জল্পনা। দ্বিতীয় বার ক্যাম্পাসে ঢুকলে আচার্যর উদ্দেশ্যে গো ব্যাক স্লোগান তুলেছে AIDSO।
৮) ২ দিনের সফরে রাজ্য়ে আসছেন অমিত শাহ
২ দিনের সফরে রাজ্যে আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। চৈত্র সংক্রান্তির দিনে কলকাতায় পা রেখে বীরভূমে করবেন জনসভা। পয়লা বৈশাখের সকালে পুজো দেবেন দক্ষিণেশ্বরে।পঞ্চায়েত ভোটের আগে শাহের সফর ঘিরে জোর তৎপরতা।
৯) হস্তক্ষেপ চেয়ে রাষ্ট্রপতির দ্বারস্থ সাংসদ সুকান্ত
রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং জাতীয় তফসিলি জনজাতি কমিশনের চেয়ারপার্সনকে চিঠি। দণ্ডিকেটে তৃণমূলে যোগদান বিতর্কে অনুসন্ধান ও কড়া পদক্ষেপের দাবিতে সোমবার জোড়া চিঠি বালুরঘাটের পদ্ম সাংসদ সুকান্ত মজুমদারের। থানাতেও অভিযোগ।
১০) গা জ্বালানো গরমে পুড়ছে গোটা রাজ্য
গা জ্বালানো গরমের তেজে পুড়বে কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গ। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস ১৫ এপ্রিল পর্যন্ত রাজ্যে অস্বস্তিকর গরম বজায় থাকবে। দুই বঙ্গেই বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। বরং সর্বোচ্চ তাপমাত্রা আরও বাড়বে।
টিভির আগে ফোনের স্ক্রিনে খবর পেতে চান, দেখতে থাকুন খাস খবর।